উমনপুর গ্রামের ওয়েবসাইটের অভিষেক অনুষ্ঠান।
<p>উমনপুর গ্রামের অফিসিয়াল ওয়েবসাইটের অভিষেক অনুষ্ঠানে উমনপুর গ্রামের ছোট - বড় সবাইকে উপস্থিত থাকার আহ্বান করা হইলো।</p>
<p>উমনপুর গ্রামের অফিসিয়াল ওয়েবসাইটের অভিষেক অনুষ্ঠানে উমনপুর গ্রামের ছোট - বড় সবাইকে উপস্থিত থাকার আহ্বান করা হইলো।</p>
<p>২০২২ইং সনে সর্বপ্রথম দুলভ বিলে পল বাওয়া হবে আগামী ১৯/১১/২০২২ইং।</p>
<p>উমনপুর গ্রামের দুল্ভ বিলে তৃতীয় বারি পলা বাওয়া উৎসব পালিত হবে। নৌকার ওপরে ছাউনি নেই। নেই নিরাপত্তামূলক ব্যবস্থা। ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী বহন হচ্ছে। ঈদের কয়েক দিন আগে থেকে এ অবস্থা চলছে।</p>
<p>উমনপুর আইটি বছরের শেষ দিনে মিটিং এর আহ্বান করা হইয়াছে।</p>
<p>উমনপুর গ্রামের ছোট বড় সবাই মিলে ওয়েবসাইটের তৃতীয় বর্ষপুর্তি উৎযাপন করবেন আগামী ১৪ই ফেব্রুয়ারি ২০২৩ইং।</p>
<p>গ্রামের ছোট-বড় সবাইকে উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকার অনুরোধ করা হল। ...</p>
<p>আজ প্রিয় জামেয়া মাহমুদিয়া মায্হারুল উলূম উমনপুর মাদ্রাসা এর বার্ষিক ওয়াজ মাহফিল।</p> <p>সকলের দাওয়াত মহতি মাহফিলে</p> <p>দেশের খ্যাতি মান উলামায়ে কেরাম মূল্যবান নসিহত পেশ করবেন।</p> <p>সময় সূচীঃ</p> <p>বাদ যোহর</p> <p>হাফিজ মোহাম্মদ আলী সাহেব</p> <p>সভাপতি উলামা পরিষদ উমনপুর</p> <p>হযরত মাওলানা আজিজুর রহমান সাহেব</p> <p>মুহতামিম মারকাযুল হিদায়্যা সিলেট</p> <p>বাদ আছর</p> <p>মুফতি জিল্লুর রহমান সাহেব</p> <p>মুহতামিম দারুল উলুম হেমু মাদ্রাসা।</p> <p>বাদ মাগরিব</p> <p>হযরত মাওলানা নুরুল ইসলাম খান সাহেব সুনামগঞ্জ</p> <p>রাত ৭ টা</p> <p>হযরত মাওলানা মুফতি হাবিবুল্লাহ মাহমুদ কাসেমী ঢাকা</p> <p>রাত ৮ টা</p> <p>হযরত মাওলানা আব্দুল কাদির বাগের খালী</p> <p>রাত ৯টা</p> <p>হযরত মাওলানা মুস্তাক আহমদ খান সাহেব</p> <p>রাত ১০ টা</p> <p>হযরত মাওলানা আহমদ আলী চিল্লার হুজুর</p> <p>রাত ১১ টা</p> <p>ক্বারী তৈয়বুর রহমান সাহেব।</p> <p>সম্ভাব্য সময় সুচী!</p>
<p>বই উৎসব, বই উৎসব!! উমনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল শ্রেণীর শিক্ষার্থীদের কাছে নতুন বই বিতরণ করা হবে।</p>
<p>উমনপুর গ্রামে প্রতিবছরের ন্যায় ২০২৪ইং সনে দুলভ বিলে পলো বাওয়া উৎসবের আয়োজন করা হয়েছে এবং শুধু উমনপুর গ্রামের লোকজন পলো বাওয়ায় অংশগ্রহণ করিতে পারবেন। </p>
<p>উমনপুর গ্রামে প্রতিবছরের ন্যায় ১৭ ফেব্রুয়ারি ২০২৪ইং সনে দুলভ বিলে পলো বাওয়া উৎসবের আয়োজন করা হয়েছে। আনন্দময় এই উৎসবে গ্রামের সকলকে অংশগ্রহণ করার জন্যে অনুরোধ করা হইল। শুধু উমনপুর গ্রামের লোকজন পলো বাওয়ায় অংশগ্রহণ করিতে পারবেন। </p> <p> </p>
<p>উমনপুর গ্রামে প্রতিবছরের ন্যায় ২৪ ফেব্রুয়ারি ২০২৪ইং সনে দুলভ বিলে পলো বাওয়া উৎসবের আয়োজন করা হয়েছে। আনন্দময় এই উৎসবে গ্রামের সকলকে অংশগ্রহণ করার জন্যে অনুরোধ করা হইল। শুধু উমনপুর গ্রামের লোকজন পলো বাওয়ায় অংশগ্রহণ করিতে পারবেন। </p>