পলো বাওয়া উৎসব ২০২৫ইং (১ম ধাপ)
উমনপুর গ্রামে প্রতিবছরের মতো ১৫ ফেব্রুয়ারি ২০২৫ইং সনে দুলভ বিলে ঐতিহ্যবাহী পলো বাওয়া উৎসব অনুষ্ঠিত হবে। এই আনন্দময় উৎসবে গ্রামের সকলকে অংশগ্রহণের জন্য অনুরোধ করা হইল, তবে পলো বাওয়ায় শুধুমাত্র উমনপুর গ্রামের বাসিন্দারা অংশগ্রহণ করিতে পারবেন।