প্রথম ভার্সন ওয়েব

তথ্য হালনাগাদ এর কাজ চলমান

Website Version 1.0

প্রথম ভার্সন - ২০২১

বাংলাদেশের মধ্যে সর্বপ্রথম একটি ডিজিটাল গ্রামই হচ্ছে উমনপুর গ্রাম। উমনপুর গ্রামে প্রথম ভার্সন ওয়েব অ্যাপ্লিকেশন সফটওয়্যারের যাত্রা শুরু হয় ১৪ ফেব্রুয়ারী ২০২১ইং সনে অভিষেক অনুষ্ঠানের মধ্য দিয়ে। তবে, উমনপুর গ্রাম ২০১২ সাল থেকে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে সক্রিয়ভাবে প্রচারণা ও কার্যক্রম পরিচালনা করে আসছে।

প্রথম ভার্সন ২০২১ ওয়েব অ্যাপ্লিকেশন সফটওয়্যার অল্প ফিচার দিয়ে যাত্রা শুরু হয়। ফিচার সমুহ হচ্ছে - প্রথম ভার্সন ওয়েব অ্যাপ্লিকেশন সফটওয়্যারে স্বাগতম বার্তা, সময় প্রদর্শনকারী ঘড়ি, ছবি ও ভিডিও গ্যালারি, ইমেইল সাবস্ক্রিপশন সিস্টেম, এবং গ্রামের আইটি, ইতিহাস ও অন্যান্য তথ্য সম্পর্কিত লিঙ্কসহ বিভিন্ন ফিচার অন্তর্ভুক্ত ছিল। ওয়েব অ্যাপ্লিকেশন সফটওয়্যারটি বুটস্ট্র্যাপ, এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট এবং পিএইচপি প্রোগ্রামিং ভাষা ব্যবহার করে তৈরি করা হয়।

প্রথম ভার্সন ওয়েব অ্যাপ্লিকেশন সফটওয়্যার নির্মাতা জনাব সায়েম আহমদ, পিতা ইদ্রিস আলী, তিনি পেশাগতভাবে সফটওয়্যার প্রকৌশলী তিনি উমনপুর গ্রামের স্থায়ী বাসিন্দা। ওয়েব অ্যাপ্লিকেশন সফটওয়্যারের প্রথম সংস্করণ বাস্তবায়নে মরহুম মইনুল হোসেইন আয়ানি, ফারুক আহমদ, মন্তাজ আলী, খালেদ আহমদ, মোহাম্মদ নুরুল ইসলাম, কায়ছুল ইসলামসহ ২০২১ সালের ১৪ সদস্য আইটি পরিচালনা পরিষদ উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন। ১৪জন সদস্য বিশিষ্ট আইটি পরিচালনা পরিষদের নাম হল– মোঃ আনোয়ার মাসুম, তাহির আলী আনসারী, সায়েম আহমদ, মাওলানা আব্দুর রহিম, আফজল আহমদ, নাসির আহমদ, নেওয়াজুর রাহমান, কবির আহমদ, আশিক আহমদ, জাহেদ আহমদ, জামান আহমদ, মন্তাজ আহমদ, মুক্তার আহমদ ও আক্তারুজ্জামান আশরাফ। 

উমনপুর গ্রামের ওয়েব অ্যাপ্লিকেশন সফটওয়্যারটি গ্রামের উন্নয়ন, তথ্য প্রচার এবং ডিজিটাল সেবার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।