তৃতীয় বারি পলা বাওয়া উৎসব।

উমনপুর গ্রামের দুল্ভ বিলে তৃতীয় বারি পলা বাওয়া উৎসব পালিত হবে। নৌকার ওপরে ছাউনি নেই। নেই নিরাপত্তামূলক ব্যবস্থা। ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী বহন হচ্ছে। ঈদের কয়েক দিন আগে থেকে এ অবস্থা চলছে।