জামেয়া মাহমুদিয়া মায্হারুল উলূম উমনপুর মাদ্রাসা'র বার্ষিক ওয়াজ মাহফিল।
জামেয়া মাহমুদিয়া মায্হারুল উলূম উমনপুর মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিল উপলক্ষে আপনাকে আন্তরিক আমন্ত্রণ জানানো হচ্ছে। দেশের প্রখ্যাত উলামায়ে কেরাম মূল্যবান নসিহত পেশ করবেন।
সময়সূচী:
-
বাদ যোহর:
- হাফিজ মোহাম্মদ আলী সাহেব
- সভাপতি, উলামা পরিষদ উমনপুর
- হযরত মাওলানা আজিজুর রহমান সাহেব
- মুহতামিম, মারকাযুল হিদায়্যা, সিলেট
- হাফিজ মোহাম্মদ আলী সাহেব
-
বাদ আছর:
- মুফতি জিল্লুর রহমান সাহেব
- মুহতামিম, দারুল উলুম হেমু মাদ্রাসা
- মুফতি জিল্লুর রহমান সাহেব
-
বাদ মাগরিব:
- হযরত মাওলানা নুরুল ইসলাম খান সাহেব, সুনামগঞ্জ
-
রাত ৭টা:
- হযরত মাওলানা মুফতি হাবিবুল্লাহ মাহমুদ কাসেমী, ঢাকা
-
রাত ৮টা:
- হযরত মাওলানা আব্দুল কাদির, বাগেরখালী
-
রাত ৯টা:
- হযরত মাওলানা মুস্তাক আহমদ খান সাহেব
-
রাত ১০টা:
- হযরত মাওলানা আহমদ আলী (চিল্লার হুজুর)
-
রাত ১১টা:
- ক্বারী তৈয়বুর রহমান সাহেব
উপরোক্ত সময়সূচী সম্ভাব্য এবং প্রয়োজনে পরিবর্তন হতে পারে। সকলকে এই মহতি মাহফিলে অংশগ্রহণের জন্য আন্তরিকভাবে আমন্ত্রণ জানানো হচ্ছে।