হোম সম্পর্কে
উমনপুর গ্রাম একটি আদর্শ ও ডিজিটাল গ্রাম। জন্মগত ভাবে আমি একজন উমনপুর গ্রামের নাগরিক হওয়ায় নিজেকে ধন্য মনেকরি। উমনপুর গ্রামের সমাজ ব্যবস্তা খুবী চমৎকার। আমাদের গ্রামে নদী, নালা, খাল, বিল ও পাহাড় নিয়ে উমনপুর গ্রামের প্রকৃতি অনেক চমৎকার।