মুসলিম উম্মাহর বৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল আজহা আগামীকাল বৃহস্পতিবার।
উমনপুর গ্রামবাসী আগামী কাল ঈদের জামাত সকাল ৮ টায় অনুষ্ঠিত হবে। যদি বৃষ্টি হয় তাহলে উমনপুর জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
উমনপুর গ্রামের আইটি'র পক্ষ থেকে সকলকে জানাই ঈদুল আজহার শুভেচ্ছা ও "ঈদ মোবারক"। ঈদ মানে আনন্দ মানে খুশী। মা, বাবা, পরিবার, আত্মীয়-সজন ও প্রতিবেশীর সাথে ঈদ আনন্দ ভাগাভাগির মধ্য দিয়ে চমৎকার একটি ঈদ আনন্দ উৎযাপন হউক এই কামনা করি।