উমনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়
শিক্ষাই জাতির মেরুদন্ড। শিক্ষার জন্য চাই আদর্শ বিদ্যাপীঠ। এক সময় শিক্ষা ছিল মক্তব/ টোল ভিত্তিক। শিক্ষার্থী সেই সময় মক্তব/ টোল থেকেই গুরুর কাছ থেকে শিক্ষা লাভ করত। আদর্শ বিদ্যালয় এক-একটি টোল বিশেষ। এমনই একটি মহান টোল উমনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়।
ইতিহাস ও ঐতিহ্যঃ উমনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় জৈন্তাপুর উপজেলার ৬নং চিকনাগুল ইউনিয়নের উমনপুর গ্রামের এক অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান। ইহা ২০০০খ্রিঃ স্থাপিত হয়। স্থায়ী রেজিঃ-১১/০৮/২০১১খ্রিঃ এবং স্থায়ী জাতীয় করন-০৬/১০/২০১৩খ্রিঃ। যাত্রারম্ভে ইহা একটি বেসরকারী প্রতিষ্ঠান ছিল কিন্তু প্রবর্তীকালে সরকারি বিদ্যালয় পরিণত হয়। উমনপুর গ্রামবাসীর উদ্যোগে স্কুলের জমি ক্রয় ও স্কুল নির্মাণ হয় এবং গ্রামের অর্থায়নে শিক্ষকদের বেতন, বাতা প্রধান করা হয়। তৎকালীন এমপি জনাব ইমরান আহমদ উমনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় এর শুভ উদ্বোধন করেন। পরবর্তিতে উমনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ হয়। জাতীয়করণ পর বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ হয়।
সভাপতিগনের তালিকা ও কার্যকালঃ
১) জনাব আব্দুল মতিন মাষ্টার, পিতাঃ মছদ্দর আলী, মেয়াদ- ১৬/০৭/২০০০খ্রিঃ – ৩১/০৭/২০০২খ্রিঃ
২) জনাব ফয়জুর রহমান চৌধুরী, পিতাঃ মাহমুদ আলী, মেয়াদ- ০১/০১/২০০৩ – ০৬/০২//২০১০খ্রিঃ
৩) জনাব ফয়েজ উল্লাহ, পিতাঃ মোঃ হাবিবুর রহমান মেয়াদ- ০৬/০২/২০১০খ্রি – ৩১/১২/২০১২খ্রিঃ
৪) জনাব আব্দুল মোমেন(মুতলিব), পিতা জায়ফর আলী, মেয়াদ- ০১/০১/২০১৩খ্রিঃ – ---/---/২০২৩খ্রিঃ।
৫০ জনাব মন্তাজ আলী, পিতা -------------, মেয়াদ- ----/---/২০২৩খ্রিঃ - বর্তমান।
আবস্থানঃ উমনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার ৬নং চিকনাগুল ইউনিয়নের ১নং ওয়ার্ডে গ্রামের মধ্যখানে এক সুন্দর ও মনোরম পরিবেশে আবস্থিত। বিদ্যালয়ের পাশদিয়ে এশিয়ান হাইওয়ে চলেগেছে।
অবকাঠামোঃ উমনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় যাত্রালগ্নে টিনসেটের ঘর তৈরি করা হলেও ২০২০ - ২০২১খ্রীঃ অর্থ বছরে দুতলা বভনে প্রথম তলা নির্মাণ করা হয়। বভনের মধ্যে পাঁচটি শ্রেনী কক্ষ ও একটি অফিস কক্ষ রয়েছে। শিক্ষক শিক্ষার্থীদের ব্যবহারের জন্যে স্বাস্থ্য সম্মত অত্যাধুনিক একটি ওয়াশ ব্লক রয়েছে।
সহপাঠ ক্রমিক কার্যাবলীঃ প্রতিদিন যতা সময়ে সমাবেশের মধ্য দিয়েই স্কুল আরম্ভ হয়। সমাবেশে শিক্ষকরা বিভিন্ন বিষয়ের উপর বক্তৃতা দিয়ে থাকেন। তাছাড়া বিভিন্ন সময়ে নানারকম সামাজিক এবং ধার্মিক উৎসবে, বিশেষ বিশেষ দিবস খুব গুরুত্ব সহকারে পালন করা হয়। তাছাড়া বার্ষীক কীড়া প্রতিযোগিতা এবং মৌসুমি সকল খেলায় শিক্ষার্থীর অংশগ্রহন করে কৃতিত্বের সাথে সফলতা ও সুনাম অর্জন করে।
ফলাফলঃ বিদ্যালয়ে শিক্ষার্থীরা সকল পরীক্ষায় কৃতিত্বের সহিত সফলতা লাভ করে।
উপসংহারে বলা যায় যে উমনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীরা পারস্পরিক সৌহার্দপূর্ণ পরিবেশে সকল বিষয়ে আনন্দের সাথে শিক্ষা অর্জন করে থাকে। এই বিদ্যালয়ে শিক্ষার্থীরা বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপিঠে লেখাপড়া করে কর্মক্ষেত্রে প্রতিভার স্বাক্ষর রাখছে। পরিশেষে বলা যায় উমনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় একটি আদর্শ বিদ্যালয়।