উমনপুর পাহাড় রোডে দ্বিতীয় ব্রিজ
উমনপুর গ্রামের পাহাড় রোডে এই ব্রিজের অবস্থান। গ্রামের মধ্যদিয়ে সিলেট টু জাফ্লং রোড চলে গিয়েছে। উমনপুর টার্নিং (সিলেট তামাবিল রোডে) হতে ৪১৪ মিটার দূরত্বে উমনপুর পাহাড় রোডে দ্বিতীয় ব্রিজের অবস্থান। উমনপুর পাহাড় মসজিদ সংলগ্ন এই ব্রিজ অবস্থিত।