বার্ষিক ওয়াজ মাহফিলের প্যান্ডেল ২০২২ইং
জামেয়া মাহমুদিয়া মাযহারুল উলূম উমনপুর মাদ্রাসার ওয়াজ মাহফিলের পূর্ব প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং প্যান্ডেলের কাজও শেষ হয়েছে। নির্ধারিত সময়ে মাদ্রাসার মাহফিলে বক্তারা তাদের বক্তব্য পেশ করবেন। গ্রামের সকলেকে উক্ত মহতি মাহফিলে উপস্থিতি কামনা করছি।
উমনপুর গ্রামের ক্ষুদ্র ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান। এখানে নিম্নলিখিত শ্রেণী সমূহ রয়েছে:
- মক্তব চাহারম
- মক্তব ছুওম
- মক্তব দুওম
- নুরানী প্রথম
- নুরানী শিশু শ্রেণী
- হিজল শাখা
মাদ্রাসার চারপাশে সবুজের সমারোহ শিক্ষার্থীদের মনোযোগ ও শান্তি বজায় রাখতে সহায়তা করে।