জামিয়া মাহমুদুল উলুম উমনপুর মাদরাসার ১৮তম বার্ষিক ওয়াজ মাহফিল ও শিশু শিক্ষা প্রদর্শনী ২০২৫
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়নে অবস্থিত উমনপুর গ্রামের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া মাহমুদিয়া মাযহারুল উলূম উমনপুর মাদ্রাসা। দ্বীনি শিক্ষা ও জ্ঞান প্রসারের ধারাবাহিকতার অংশ হিসেবে, মাদ্রাসার উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবারও আয়োজিত হতে যাচ্ছে ১৮তম বার্ষিক ওয়াজ মাহফিল ও শিশু শিক্ষা প্রদর্শনী ২০২৫।
ইসলামের সুমহান আদর্শ, নবীজির আদর্শ এবং পবিত্র কুরআনের বাণীর মাধ্যমে নিজেদের জীবনকে আলোকিত করার এই বরকতময় আয়োজনে ধর্মপ্রাণ সকল মুসলমানকে সবান্ধব আমন্ত্রণ জানানো হচ্ছে।
অনুষ্ঠানের সময়সূচী ও স্থান
তারিখ: ২৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিষ্টাব্দ।
দিন: রোজ সোমবার।
সময়: দুপুর ১২ ঘটিকা হইতে শুরু হয়ে পরদিন ফজর পর্যন্ত।
স্থান: উমনপুর মাদ্রাসা মাঠ, চিকনাগুল, জৈন্তাপুর, সিলেট।
মাহফিলে বয়ান পেশ করবেন (ওয়াজ ফরমাইবেন)
দেশের প্রখ্যাত উলামায়ে কেরাম ও মাশায়েখগণ মাহফিলে তাশরিফ আনবেন, তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন:
- হযরত মাওলানা আশরাফ আলী সাহেব, শায়খুল হাদীস, হরষপুর মাদ্রাসা।
- হযরত মাওলানা ক্বারী আব্দুল মুমিন সাহেব (সুনামগঞ্জী)।
- হযরত মাওলানা আহমদ আলী সাহেব, শায়খুল হাদীস, কাজির বাজার মাদ্রাসা।
- হযরত মাওলানা শায়খ আব্দুল কাদির সাহেব, শায়খুল হাদীস, হরিপুর বাজার মাদ্রাসা।
- হযরত মাওলানা শায়খ হিলাল আহমদ সাহেব, মুহতামিম, হরিপুর বাজার মাদ্রাসা।
- হযরত মাওলানা মুফতি জিল্লুর রহমান ক্বাসিমী সাহেব, মুহতামিম, দারুল উলূম হেমু মাদ্রাসা।
- হযরত মাওলানা তজম্মুল আমিন সাহেব, শিক্ষা-সচিব, সোবহানীঘাট মাদ্রাসা।
- হযরত মাওলানা ক্বারী তাইয়্যিবুর রহমান সাহেব, মুহাদ্দিস, লাফনাউট মাদ্রাসা।
সভাপতিত্ব করবেন
- হযরত মাওলানা আনোয়ারুল হক সাহেব,
- হযরত মাওলানা ক্বারী মুহাম্মদ আব্দুর রউফ সাহেব,
- হযরত মাওলানা ফোরকান আলী ক্বাসিমী সাহেব এবং
- হাফিজ মাওলানা ক্বারী মোহাম্মদ আলী সাহেব।
বিশেষ আকর্ষণ
- শিশু শিক্ষা প্রদর্শনী-২০২৫: ছোট সোনামণিদের দ্বীনি শিক্ষার চমৎকার ও হৃদয়স্পর্শী উপস্থাপনা।
- এছাড়াও দেশবরেণ্য আরও অনেক উলামায়ে কেরাম মাহফিলে নসিহত পেশ করবেন।
বিনীত আরজ: এই দ্বীনি মাহফিলকে সফল ও সার্থক করতে আপনাদের উপস্থিতি, আন্তরিক দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করছি। আল্লাহ তায়ালা আমাদের সকলকে কবুল করুন।
সার্বিক তত্ত্বাবধানে
মাওলানা মো. তাজ উদ্দীন
মুহতামিম, উমনপুর মাদ্রাসা।
মোবাইল: ০১৭১৪-৯৫৮৬৪৫।