হিফজ বিভাগ জামেয়া মাহমুদিয়া মায্হারুল উলূম উমনপুর মাদ্রাসা
জামেয়া মাহমুদিয়া মায্হারুল উলূম উমনপুর মাদ্রাসার হিফজ বিভাগের শিক্ষার্থীদের আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন। আলহামদুলিল্লাহ্, আল্লাহ তা'আলার অশেষ মেহেরবানীতে মাদ্রাসার হিফজ বিভাগের শিক্ষার্থীদের লেখাপড়ার কার্যক্রম ঠিকমত চলছে।
এই শুভলগ্নে আমরা মহান আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি এবং একইসাথে এই মাদ্রাসায় ভর্তি হওয়া প্রতিটি শিক্ষার্থীর জন্য দোয়া করছি। আল্লাহ পাক যেন তাদের ইলমে দ্বীন হাসিলের পথকে সহজ করে দেন এবং তাদের জীবনকে কুরআনের আলোয় আলোকিত করেন।
আমরা বিশ্বাস করি, প্রতিটি শিশুই এক একটি উজ্জ্বল নক্ষত্র। তাদের মাঝে লুকায়িত আছে জ্ঞান, মেধা ও প্রতিভার অফুরন্ত সম্ভাবনা। জামেয়া মাহমুদিয়া মায্হারুল উলূম উমনপুর মাদ্রাসা সেই সম্ভাবনাকে বিকশিত করতে এবং শিক্ষার্থীদের যোগ্য আলেম ও হাফেজ হিসেবে গড়ে তুলতে বদ্ধপরিকর।
আল্লাহপাকের কাছে আমাদের একান্ত কামনা, তিনি যেন প্রতিটি মা-বাবার স্বপ্ন পূরণ করেন এবং তাদের সন্তানদের হাফিজে কুরআন হিসেবে কবুল করেন। যারা তাদের কলিজার টুকরাদের দ্বীনের পথে উৎসর্গ করেছেন, আল্লাহ যেন তাদের এই ত্যাগ কবুল করেন এবং এর উত্তম প্রতিদান দান করেন।
মাদ্রাসার শিক্ষকবৃন্দ তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন। আসুন, সকলে মিলেমিশে একটি সুন্দর ও জ্ঞানগর্ভ পরিবেশ তৈরি করি, যেখানে প্রতিটি শিক্ষার্থী দ্বীনের সঠিক জ্ঞান অর্জন করে আলোকিত মানুষ হিসেবে গড়ে উঠতে পারে।
জামেয়া মাহমুদিয়া মায্হারুল উলূম উমনপুর মাদ্রাসা সর্বদা শিক্ষার্থীদের কল্যাণে নিয়োজিত থাকবে ইনশাআল্লাহ্।