চার মৌজার ঈদের জামাত শাহ আহমদ আলী শাহী ঈদগাহ
"ঈদ মোবারক"
আমাদের জীবনে একটি বিশেষ দিন, যেখানে আমরা আনন্দ ও উৎসাহের সাথে আল্লাহর নির্দেশনা পালন করি। এই দিনটি শুধু মুসলমানদের জন্য নয়, বরং সব সম্প্রদায়ের মানুষের জন্য একত্র হওয়ার এবং ভালোবাসা ও শান্তির বার্তা পৌঁছানোর সময়। ঈদ আমাদের মাঝে সহযোগিতা, সহমর্মিতা এবং আনন্দ ভাগ করে নেওয়ার সুযোগ করে দেয়। পরিবার ও বন্ধুদের সাথে এই বিশেষ মুহূর্তগুলো ভাগাভাগি করে, আমরা সত্যিকারের সুখ খুঁজে পাই।
শাহ আহমদ আলী শাহী ঈদগাহে চারটি মৌজার মুসল্লিয়ান একত্রিত হয়ে ঈদের জামাত সকাল ৮ঃ৩০ মিনিটে আদায় করেন। চার মৌজা হচ্ছে উমনপুর, শিখার খাঁ, হরিপুর ও বালিপাড়া। এই চার মৌজা মিলে প্রতিবছর শাহ আহমদ আলী শাহী ঈদগাহে ঈদের জামাতের আয়োজন করেন এবং ঈদের জামাত অনুষ্ঠিত হয়। ২০২৫ সালে শাহ আহমদ আলী শাহী ঈদগাহে ঈদের জামাতের ঈমাম ছিলেন মাওলানা আব্দুল কাদির বাগের খালী। ঈদের জামাত শেষে শাহ আহমদ আলী শাহী ঈদগাহের দীর্ঘদিনের ইমাম ও খতীব ছিলেন মরহুম মাওলানা ইউসুফ (পাটোয়া) সাহেবকে আত্মার মাগফিরাতের জন্যে সবাই প্রার্থনা করেন এবং অত্র এলাকার সকল মুর্দেগানের রুহের মাগফিরাত কামনা করেন।
পরিশেষে, ঈদ সকলের জীবনে আনন্দ, সুখ ও শান্তির বার্তা নিয়ে আসুক। ঈদ মোবারক!