উমনপুর স্কুলে হতদরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের স্কুল ব্যাগ ও ছাতা বিতরণ
চিকনাগুল ইউনিয়ন পরিষদের উদ্যোগে উমনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হতদরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে ৪২টি স্কুল ব্যাগ ও ২১টি ছাতা বিতরণ করা হয়। এতে করে শিক্ষার্থীরা উপকৃত হবে এবং তাদের শিক্ষাজীবনে উৎসাহ বাড়বে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১ নম্বর ওয়ার্ডের সদস্য জনাব ফারুক আহমদ এবং ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য জনাব শ্রী সাথী বালা। এছাড়াও বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।