গ্রামে বেড়েছে গরু চুরি
উমনপুর গ্রামের স্থায়ী বাসিন্দা মাওলানা আব্দুল হালিম সাহেবের দুইটি গরু গতকালক রাত ১:৩০ মিনিট পর থেকে চুরচক্র জনাব আব্দুল হালিম সাবের বাড়ী নজরে রাখে তার পর রাত ২ঃ৩০ মিনিটের পর থেকে চুর তার প্ল্যান বাস্তবায়িত করার লক্ষে একশনে নেমে পড়ে ঠিক ৩ঃ১০ মিনিটে বাচ্ছা সহ একটি গাভী ৩ জন চুর ২টি গরু তুলে নিয়ে যায়। ভিডিও লিঙ্কঃ https://youtu.be/T6CFDwHNFHc … এছাড়াও কায়েসুল ইসলাম সাহেবর ৩টি গরু চুরি হয়ার কথা জানিয়েছেন। চুরকে ধরতে সবাই এগিয়ে আসুন এবং উমনপুর গ্রামকে একটি চুরমুক্ত গ্রাম হিসেবে দেখতে সকলের ভুমিকা অপরিসীম।
বিঃদ্রঃ যে বা যারা চুরকে ধরিয়ে দিতে পারবেন তাদেরকে পুরস্কৃত করা হবে।