উমনপুর প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোহাম্মদ হুমায়ূন কবির
উমনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় জৈন্তাপুর উপজেলার ৬নং চিকনাগুল ইউনিয়নের উমনপুর গ্রামের এক অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান। ইহা ২০০০খ্রিঃ স্থাপিত হয়। স্থায়ী রেজিঃ-১১/০৮/২০১১খ্রিঃ এবং স্থায়ী জাতীয় করন-০৬/১০/২০১৩খ্রিঃ। যাত্রারম্ভে ইহা একটি বেসরকারী প্রতিষ্ঠান ছিল কিন্তু প্রবর্তীকালে সরকারি বিদ্যালয় পরিণত হয়।
উমনপুর প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোহাম্মদ হুমায়ূন কবির, পিতা জনাব আবুল কালাম, গ্রাম বড়খেরী, উপজেলা রামগতি, জেলা লক্ষীপুর। মোহাম্মদ হুমায়ূন কবির তিনি ২০০২ সালে উমনপুর বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করেন। তিনি ২০০২ইং সন থেকে ২০১২ইং সন পর্যন্ত নিষ্ঠার সাথে উমনপুর বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ে দায়িত্ব পালন করেন। তাহার শিক্ষকতার ধরন ও আচার ব্যবহারে একজন আদর্শ ব্যক্তি হিসেবে তিনি উমনপুরে পরিচিত ছিলেন। দীর্ঘদিন উমনপুর স্কুলের দায়িত্বপালন করা এই শিক্ষক অত্র এলাকায় প্রাথমিক শিক্ষার বিস্তারে বেশ পরিশ্রম করেছেন। উনার আন্তরিক প্রচেষ্টার কথা এলাকার কমবেশি সবাই জানেন।
মোহাম্মদ হুমায়ূন কবির ২০২৩ইং সনের ডিসেম্বর মাসে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন, 'ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন'।