QR Code স্ক্যান করে সেকেন্ডেই ভিজিট করুন!
আপনার মোবাইল দিয়ে QR Code স্ক্যান করে খুব সহজে মুহূর্তেই উমনপুর গ্রামের সকল অনলাইন প্লাটফর্ম ভিজিট করতে পারেন। QR Code এর ফটো এই লিঙ্কে https://prnt.sc/-95yt76me_7n দেওয়া হয়েছে। আপনারা চাইলে প্রিন্টাউট করে সংরক্ষণ করে রাখতে পারেন।
QR Code স্ক্যান করে কী ভাবে?
আপনাদের মোবাইল ফোনের ক্যামেরা অন করে ঐ QR Code এর দিকে ধরবেন দেখবেন QR Code স্ক্যান করে লিঙ্ক ডিটেক্ট করেছে এবং ঐ লিঙ্ক স্ক্রিনে সাজেস্ট করতেছে সাজেস্টেড লিঙ্কে ক্লিক অথবা টাচ দিলেই আপনার কাঙ্কিত লিঙ্কে নিয়ে যাবে।
QR Code স্ক্যানে যাদের ফোন কাজ করছে না তাদের জন্যে করণীয় হচ্ছে ফোনের সেটিং এ যেয়ে QR Code স্ক্যানার অপশন অন করে দিবেন তারপর কাজ করবে। আর ঐ অপশন খোজে না পেলে QR Code স্ক্যানার অ্যাপ Andriod হলে Google Play Sote OR iPhone হলে Apple Store থেকে ডাউনলোড করে নিবেন।
ধন্যবাদ