উমনপুর গ্রামে শতাদিক পরিবারকে ত্রাণ বিতরণ
আজ, ৬ জুলাই ২০২৪ তারিখে, সকাল ১০টায় উমনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উমনপুর গ্রামের শতাধিক অসহায় পরিবারকে ত্রাণ বিতরণ করা হয়েছে।
ত্রাণ বিতরণকালে উমনপুর গ্রামের মুরুব্বি, উমনপুর আইটির উপদেষ্টা মণ্ডলী, উমনপুর আইটি পরিচালনা পরিষদের সদস্য এবং উমনপুর গ্রামের যুব সমাজের উপস্থিতিতে এই পরিবারগুলোকে ত্রাণ সামগ্রী প্রদান করা হয়।
ত্রাণ দাতা: জনাব ইব্রাহিম আলী (যুক্তরাজ্য প্রবাসী)
বিস্তারিতঃ www.umonpur.info
.
.
.