উমনপুর গ্রামে শতাদিক পরিবারকে ত্রাণ বিতরণ
আজ শনিবার ০৬/০৭/২০২৪ইং সকাল ১০ ঘটিকা হইতে উমনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উমনপুর গ্রামে শতাদিক অসহায় পরিবারকে ত্রাণ বিতরণ করা। ত্রাণ বিতরণ কালীন সময় উমনপুর গ্রামের ময়মুরুব্বি, উমনপুর আইটির উপদেষ্টা মণ্ডলীগণ, উমনপুর আইটি পরিচালনা পরিষদের সদস্য সহ উমনপুর গ্রামের যুব সমাজের উপস্থিতিতে এই পরিবার গুলোকে ত্রাণ সামগ্রী প্রধান করা হয়।
ত্রাণ দাতাঃ জনাব ইব্রাহিম আলী ( যুক্তরাজ্য প্রবাসী )
বিস্তারিতঃ www.umonpur.info
.
.
.