আমরা গভীরভাবে শোকাহত
মরহুম মইনুল হোসেইন আয়ানি সাহেবের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আমরা উনার আত্মার মাগফিরাত কামনা করি।
'মানুষ মরণশীল'
মরহুম মইনুল হোসেইন আয়ানি সাহেবে উমনপুর আইটির অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যাক্তি ছিলেন। তাহার গুরুত্বপূর্ণ ভূমিকায় উমনপুর আইটির প্ল্যাটফর্ম সু-সংগঠিত ও অনলাইনে দৃশ্যমান। শুধু তাই না উমনপুর গ্রামের প্রত্যেক বিষয়ে উনার গুরুত্ব অপরিসীম। বিশেষ করে আমরা যেই গ্রামে ছোট থেকে বড় হয়েছি সেই গ্রামের জন্য এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্যে জীবীত থাকা অবস্থায় কিছু না কিছু উন্নয়নমূলক কাজ করে যেতে পারি এই প্রতিজ্ঞা করা উচিৎ।