হিফজ বিভাগের ছাত্র ইসমাঈল আলীকে ৮০০০টাকা হাদিয়া প্রদান।
উমনপুর মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্র উমনপুর গ্রামের কৃতি সন্তান ইসমাঈল আলীকে মহাগ্রন্থ আল কোরআন থেকে সু-মধুর তিলাওয়াতের একটি ভিডিও উমনপুর গ্রামের অনলাইন প্লাটফর্মে প্রকাশিত হয়। প্রকাশিত ঐ ভিডিও দেখে ও শুনে মুগ্ধ হয়ে দাতা: আল আমিন(সুদান) ও জুবের মাহমুদ (উমনপুর) ৮০০০টাকা হাদিয়া করেছেন। তাই এই বিষয়কে কেন্দ্র করে শনিবার ০৪/০৫/২০২৪ইং সকাল ১০ ঘটিকায় উমনপুর মাদ্রাসার হিফজ শাখায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উমনপুর গ্রামের মুরুব্বী জনাব আইয়ুব আলী, উমনপুর আইটির উপদেষ্টা জনাব মো: আব্দুল মোমেন, মইনুল হোসেইন, উসমান আলী ও ফারুক আহমদ। উমনপুর আইটির সদস্য জনাব আনোয়ার মাসুম ও মাওলানা আব্দুর রহিম সহ মাদ্রাসার শিক্ষক মন্ডলীগ্ণ ও মাদ্রাসার ছাত্র বৃন্দ।
পরিচালনায়
------
উমনপুর আইটি।
www.umonpur.info