হিফজ বিভাগের ছাত্র ইসমাঈল আলীকে ৮০০০টাকা হাদিয়া প্রদান।
উমনপুর মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্র এবং উমনপুর গ্রামের কৃতি সন্তান ইসমাঈল আলীর মহাগ্রন্থ আল কোরআন থেকে সু-মধুর তিলাওয়াতের একটি ভিডিও সম্প্রতি উমনপুর গ্রামের অনলাইন প্ল্যাটফর্মে প্রকাশিত হয়। ভিডিওটি দেখে মুগ্ধ হয়ে দাতা আল আমিন (সুদান) এবং জুবের মাহমুদ (উমনপুর) সম্মিলিতভাবে ৮,০০০ টাকা হাদিয়া প্রদান করেছেন।
এই উপলক্ষে শনিবার, ৪ মে ২০২৪ ইং সকাল ১০টায় উমনপুর মাদ্রাসার হিফজ শাখায় একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উমনপুর গ্রামের মুরব্বি জনাব আইয়ুব আলী, উমনপুর আইটির উপদেষ্টা জনাব মো. আব্দুল মোমেন, মইনুল হোসেন, উসমান আলী ও ফারুক আহমদ। এছাড়াও উপস্থিত ছিলেন উমনপুর আইটির সদস্য জনাব আনোয়ার মাসুম, মাওলানা আব্দুর রহিম, মাদ্রাসার শিক্ষকবৃন্দ এবং ছাত্রবৃন্দ।