উমনপুর পাহাড় মসজিদের ছাদ ঢালাই এর কাজ সম্পন্ন।
উমনপুর পাহাড় মসজিদের ছাদ ঢালাই এর কাজ শুরু হয় আজকে সকাল ৮:৩০ মিনিটে। এতে উপস্থিত ছিলেন মাওলানা শায়েখ হিলাল আহমদ এবং স্থানীয় উলামায়ে কেরাম, মুরুব্বিয়ান, মসজিদ কমিটি ও যুব সমাজ এর যৌথ উপস্থিতিতে ছাদ ঢালাইয়ের সূচনা হয়। ছাদ ঢালাইয়ের সূচনার পর পর উপস্থিত সবাই মিলে মোনাজাত করেন। উমনপুর পাহাড় মসজিদের ছাদ ঢালাই এর কাজ বিকাল ৪ টারদিকে সফলভাবে সম্পন্ন হয়।