উমনপুর একাদশ ক্রীড়া সংস্থার বার্ষিক বনভোজন ২০২৪ইং।
প্রিয় উমনপুরবাসী,
আপনাদের জানাতে পেরে আমরা আনন্দিত যে, উমনপুর একাদশ ক্রীড়া সংস্থার বার্ষিক বনভোজন-২০২৪ এর আয়োজন করা হয়েছে। উমনপুর গ্রামের সুস্থ বিনোদনপ্রেমী যুবক-তরুণদের অংশগ্রহণে আনন্দমুখর এই বনভোজন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
বনভোজনের স্থান: ভোলাগঞ্জ সাদা পাথর।
চাঁদা নির্ধারণ:
-
এসএসসি ব্যাচ ২০১৭ থেকে ২০২৩ বা সমমান বয়সী কিশোর-যুবক: জনপ্রতি ৪০০ টাকা।
-
বড়দের ক্ষেত্রে: ৫০০ টাকা বা তার বেশি।
চাঁদা জমা দেওয়ার শেষ তারিখ: ৫ ফেব্রুয়ারি ২০২৪।
চাঁদা জমা দেওয়ার স্থান:
-
মোস্তফা টেলিকম
-
নাজিম টেলিকম
-
মারুফ স্টোর
-
জাকারিয়া আহমেদ ও নাজিম উদ্দিন (পূর্বপাড়া)
-
আশরাফ আহমেদ (পাহাড়)
-
রুবেল আহমেদ (মেইন গেইট)
বনভোজনে যাওয়ার তারিখ: ১০ ফেব্রুয়ারি ২০২৪, শনিবার।
বনভোজনে যা যা থাকছে:
-
টি-শার্ট
-
যাতায়াতের জন্য বাস
-
সকালের হালকা নাস্তা
-
নৌকা ভ্রমণ
-
দুপুরের খাবার ইত্যাদি
প্রয়োজনে যোগাযোগ: আশিক উদ্দিন, মোবাইল: ০১৭৩১২৪৭২৭৫।
উল্লেখ্য, ভোলাগঞ্জ সাদা পাথর সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় অবস্থিত একটি প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত স্থান, যা সাদা পাথর ও স্বচ্ছ জলের জন্য বিশেষভাবে পরিচিত।