উমনপুর জামে মসজিদের হুজুরের অবস্থা গুরুতর।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
উমনপুর জামে মসজিদের প্রখ্যাত ইমাম ও খতিব, মাদ্রাসাতুল উলুম দারুল হাদিস হরিপুর বাজার মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস, উমনপুর মাযহারুল উলুম মাদ্রাসার সুযোগ্য মুহতামিম মাওলানা ফুরক্বান আলী ক্বাসিমী হুজুর গুরুতর অসুস্থ অবস্থায় সিলেট শহরের একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন আছেন।
সকলকে দোয়ায় হুজুরকে স্মরণ করার অনুরোধ জানাচ্ছি।
ইয়া আল্লাহ, হুজুরকে তোমার অসুস্থতা নামক নিয়ামত নিয়ে শিফা নামক নিয়ামত দান কর।
আমিন।
উল্লেখ্য, মাওলানা ফুরক্বান আলী ক্বাসিমী হুজুরের দীর্ঘদিনের দ্বীনি খেদমত ও শিক্ষার ক্ষেত্রে তাঁর অবদান অমূল্য।
তিনি উমনপুর মাযহারুল উলুম মাদ্রাসার মুহতামিম হিসেবে দ্বীনি শিক্ষার বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
এছাড়া, মাদ্রাসাতুল উলুম দারুল হাদিস হরিপুর বাজার মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস হিসেবে তিনি বহু ছাত্র-ছাত্রীকে ইসলামী জ্ঞান ও শিক্ষায় সমৃদ্ধ করেছেন।