উমনপুর পাহাড় মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন।
আজ, ২৪ অক্টোবর ২০২৩ তারিখে, সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়নের উমনপুর গ্রামে অবস্থিত "উমনপুর পাহাড় মসজিদ"-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
উল্লেখযোগ্য অতিথিবৃন্দ:
-
বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব জনাব মো. মুহিবুল হোসেন
-
মাদ্রাসাতুল উলুম হরিপুর বাজারের মুহতামিম শায়খ মাওলানা মো. হিলাল আহমদ
-
মুহাদ্দিস মাওলানা মো. আনোয়ারুল হক, হরিপুর বাজার মাদ্রাসা
-
জামেয়া মাহমুদিয়া মাযহারুল উলুম উমনপুর মাদ্রাসার মুহতামিম
-
ইমাম ও খতিব উমনপুর জামে মসজিদ জনাব মো. ফুরকান আলী কাসেমী
মসজিদ কমিটির মেম্বার:
-
উমনপুর পাহাড় মসজিদের সভাপতি মো. আব্দুল হান্নান
-
সাধারণ সম্পাদক মো. আব্দুল মোমেন
-
কোষাধ্যক্ষ মো. উসমান আলী
-
সদস্যগণ: জনাব নুর উদ্দিন, জনাব আব্দুল মান্নান, জনাব মো. জালাল উদ্দিন
গ্রামের মুরুব্বিগণ:
-
জনাব মো. আব্দুল লতিফ
-
জনাব মো. নুরুল ইসলাম
-
জনাব মো. আইয়ুব আলী
-
মেম্বার ফারুক আহমদ
সহ জনাব আজাদ খান, জনাব ইব্রাহিম আলী, ইঞ্জিনিয়ার কিবরিয়া এবং গ্রামের ছোট-বড় সকলেই
উল্লেখ্য, উমনপুর পাহাড় মসজিদ স্থানীয় মুসল্লিদের জন্য একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় কেন্দ্র। মসজিদের নির্মাণ কাজের মাধ্যমে ধর্মীয় ও সামাজিক কার্যক্রমে আরও সমৃদ্ধি আসবে বলে আশা করা যাচ্ছে।
উমনপুর পাহাড় মসজিদ নির্মাণে আর্থিক সাহায্যে এগিয়ে আসুন: https://umonpur.info/web-donate/show/18