উমনপুর আইটি পরিচালনা পরিষদের সকলকে সভায় উপস্থিত থাকার জন্যে অনুরুদ করা হল।

আসসালামু আলাইকুম,

আশা করি, আপনারা সকলে ভালো আছেন।

সম্মানিত উমনপুর আইটি পরিচালনা পরিষদের সকল সদস্যকে জানানো যাচ্ছে যে,

আগামী ১ জুলাই ২০২৩ খ্রিস্টাব্দ, শনিবার, মাগরিবের নামাজের পর একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছে। উক্ত সভায় আপনাদের উপস্থিতি একান্তভাবে কাম্য।

আলোচ্য বিষয়াবলী:

  1. পরিচালনা কমিটি পুনর্গঠন
  2. দায়িত্ব গ্রহণ
  3. বিবিধ

আশা করি, সভায় সকলে সময়মতো উপস্থিত থেকে আলোচনাকে ফলপ্রসূ করবেন।

সভার স্থানঃ উমনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়।