আগামী সপ্তাহে উমনপুর আইটির উপদেষ্টা মণ্ডলীগণ সভায় উপস্থিত থাকার জন্যে অনুরোধ করা হইল
সম্মানিত উমনপুর আইটির উপদেষ্টা মণ্ডলীর সদস্যবৃন্দ,
আগামী সপ্তাহে শনিবার অনুষ্ঠিতব্য সভায় আপনাদের উপস্থিতি একান্তভাবে কাম্য। সভার সময় বাদ এশা এবং স্থান উমনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়।
আপনাদের মূল্যবান অংশগ্রহণ আমাদের কার্যক্রমকে আরও সফল ও কার্যকর করতে সহায়তা করবে।
ধন্যবাদান্তে,
উমনপুর আইটি