১০ জুলাই ২০২৪ইং এশার নামাজের পর জামাল আব্দুন নাসের এর বাড়িতে জমায়েতে উপস্থিত থাকার অনুরোধ করা হইলো ।

সম্মানিত উমনপুর গ্রামবাসী.. আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে, পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আজ বুধবার বাদ এশা আমাদের গ্রামের যুবসমাজের উদ্যোগে একটি জমায়েত অনুষ্ঠিত হবে। তবে বৈরী আবহাওয়া বিবেচনা তথা জমায়েতে আগত গ্রামবাসীর আসন বিন্যাসের সুবিধার্থে কায়েস ভাইর বাড়ি আজকের কার্যক্রম হবে। সবাই নিজ নিজ দায়িত্বে আশেপাশের সবাইকে দাওয়াত দিয়ে বাদ এশা উপস্থিত থাকবেন। ধন্যবাদ

উমনপুর গ্রামবাসীর জমায়েত
বুধবার, ১০ জুলাই ২০২৪ইং
স্থান: জামাল আব্দুন নাসের এর বাড়ি।