উমনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রেণী কার্যক্রম পরিচালনা প্রসঙ্গে।

সকল শিক্ষার্থী ও অভিভাবকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী কাল ২৮ এপ্রিল ২০২৪ইং হতে পরবর্তি নির্দেশনা না আসা পর্যন্ত প্রাক প্রাথমিক শ্রেণী বন্ধ থাকবে এবং ১ম ও ২য় শ্রেণীর  কার্যক্রম সকাল ৮:০০ ঘটিকা হইতে  ৯:৩০ মিনিট পর্যন্ত এবং ৩য় হইতে  ৫ম শ্রেণীর  কার্যক্রম  সকাল ৯:৪৫ মিনিট  হইতে  ১১:৩০ মিনিট পর্যন্ত চলবে। তাই সকর শিক্ষার্থী কে সময় মতো বিদ্যালয়ে পাঠানোর জন্য অনুরুধ  রহিলো। 

অনুরোধক্রমে
--------
প্র: শি: ও ম্যানেজিং কমিটি।
উমনপুর সরকারি  প্রা:বি:।
www.umonpur.info