আগামী কাল শনিবার প্রথম বারি পলো বাওয়া উৎসব ২০২৪ইং পালিত হবে গ্রামের সকলকে অংশগ্রহণ করার অনুরোধ করা হইলো।
প্রিয় গ্রামবাসী,
প্রতি বছরের মতো, আগামী ১০ ফেব্রুয়ারি ২০২৪ ইং, শনিবার, উমনপুর দুলভ বিলে পলো বাওয়া উৎসব অনুষ্ঠিত হবে। এই ঐতিহ্যবাহী উৎসবে শুধুমাত্র উমনপুর গ্রামের লোকজন পলো বাওয়ায় অংশগ্রহণ করতে পারবেন। সকলকে উৎসবে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে।
ধন্যবাদ