উমনপুর আইটির পরিচালনা কমিটি গঠন প্রসঙ্গে।
আসচ্ছে আগামী ১০ ফেব্রুয়ারী ২০২৪ইং রাত ৮ ঘটিকায় উমনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উমনপুর গ্রামের আইটির গুরুত্বপূর্ণ আলোচনা সভার আয়োজন করা হয়েছে এবং গুরুত্বপূর্ণ আলোচনার পরপর উমনপুর গ্রামের আইটিতে নতুন করে পরিচালনা কমিটিতে লোক নিয়োগ করা হবে। যাহারা কমিটিতে থাকতে আগ্রহী তাহারা আগামী ১০ ফেব্রুয়ারী ২০২৪ইং তারিখের মধ্যে অথবা ঐ তারিখে সভায় নিম্নে উল্লেখিত টাকা সাথে করে নিয়ে আসতে হবে।
আলোচ্য বিষয়সমূহ:
- পরিচালনা কমিটিতে সদস্য নিয়োগ।
- ১৪ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে উমনপুর ওয়েবসাইটের বর্ষপূর্তি অনুষ্ঠান।
- বিবিধ।
বাধ্যতামূলক মেম্বারশিপ ফি:
- উপদেষ্টা মণ্ডলী: প্রতি বছর ১০০০ টাকা।
- পরিচালনা কমিটির সদস্য: প্রতি বছর ২০০০ টাকা।
সদস্য ফি সংক্রান্ত তথ্য:
- উক্ত ফি উমনপুর গ্রামের আইটি উন্নয়ন খাতে ব্যয় এবং গ্রামের উন্নয়নমূলক কাজে ব্যবহার করা হবে।
আশা করি, উক্ত বিষয়গুলো উমনপুর গ্রামের কল্যাণে বিবেচনা করবেন এবং প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা প্রদান করবেন।
সৌজন্যে, উমনপুর আইটি