সম্মানিত ধর্মপ্রাণ ভাই ও বোনেরা, উমনপুর জামে মসজিদের উন্নয়ন কাজ চলিতেছে এবং তার সাথে গ্রীষ্মকালীন গরমের সুবিধার্থে মসজিদে এসি লাগানোর পরিকল্পনা মসজিদ কমিটি থেকে নেওয়া হয়েছে। মসজিদের বিস্তার বিবেচনায় প্রায় ২৫ টনের মতো এসি প্রয়োজন। এতে আর্থিক খরচ বিপুল পরিমাণ তাই আপনাদের নিজ অবস্থান থেকে আল্লাহর ঘর মসজিদের কাজে এগিয়ে আসুন এবং আর্থিক সহযোগিতা করুন।