উমনপুর জামে মসজিদ
আনুমানিক ১৭০০ শতকের শেষের দিকে গ্রামের মুসলিম সম্প্রদায়ের উদ্দ্যেগে গ্রামের সবচেয়ে প্রাচীন প্রতিষ্ঠান উমনপুর জামে মসজিদ প্রতিষ্ঠা লাভ করে। প্রতিষ্ঠার পর প্রথম দিকে ইট সুরকীর ডালাই দিয়ে মসজিদ নির্মাণ করা হয়। সর্বশেষ ২০১২ সালের দিকে পুরাতন মসজিদ ভেঙ্গে ৪র্থ তলা ফাউন্ডেশন দিয়ে বর্তমান দৃষ্টিনন্দন প্রথম তলা মসজিদ নির্মাণ করা হয়। যার অর্থ গ্রামের ধর্ম প্রাণ মুসল্লি, দানশীল ব্যাক্তি বর্গ ও গ্রামের ফান্ডের অর্থের মাধ্যমে নির্মিত হয় উমনপুর জামে মসজিদ। এছাড়াও মসজিদে একটি আত্যাধুনিক ওয়াশ ব্লক আছে। যার অর্থ গ্রামের ফান্ড ও গ্রামের ধর্ম প্রাণ মুসল্লিদের অর্থায়নে নির্মিত হয়।
১৯৮৫ সালের পরে নিম্ন লিখিত ব্যাক্তি বর্গ উমনপুর জামে মসজিদের জমি দান করেছিলেন- (১)আজিজুর রহমান (২) সালামত উল্লাহ (৩) চান্দ মিয়া (৪) জামাল আব্দুন নাছের (৫) হাফিজ উমর আলী (৬) আজির উদ্দিন ও (৭) রফিক আহমদ।
মসজিদ নির্মাণ কমিটিঃ
১। মোঃ ফয়েজ উল্যাহ পিতা মোঃ হাবিবুর রহমান।
২। মোঃ আব্দুল হান্নান পিতা মোঃ মছদ্দর আলী।
৩। মাহমুদ হোসেইন রব্বানী পিতা আলহাজ্ব ইছা মিয়া।
৪। মোঃ মন্তাজ আলী পিতা মোঃ মছদ্দর আলী।
৫। মোঃ খয়রুল ইসলাম পিতাঃ আলহাজ্ব ইউসুফ আলী।