উমনপুর আইটি
আইটির পূর্ণ নাম হল ইনফরমেশন টেকনোলজি। ইনফরমেশন টেকনোলজি (আইটি) হল কম্পিউটার বা অন্য কোন সংস্থার/ গ্রামের প্রসঙ্গে ডেটা বা তথ্য সংরক্ষণ, পুনরুদ্ধার, ট্রান্সমিট এবং ম্যানিপুলেশন। আইটি তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি একটি উপসেট। এটি আধুনিক সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি যোগাযোগ, শিক্ষা, চিকিৎসা এবং বিনোদনসহ বিভিন্ন ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন এনেছে।
শুভজাত্রাঃ উমনপুর গ্রামের একটি ওয়েবসাইট শুরু করার জন্য তরুন উদীয়মান আইটি বিষয়ে অভিজ্ঞ সায়েম আহমদ তার উপস্থাপনায় গ্রামের বৈঠকে ওয়েব অ্যাপ্লিকেশন সফটওয়্যার শুরু করার সিদ্ধান্ত আনুমোদিত ও গৃহীত হয়। উমনপুর গ্রামের আইটি সমুদয় বিষয় তদারকি, দেখভাল ও নিয়ত্রন করার জন্যে নিম্নলিখিত সদস্যদের নিয়ে সর্ব প্রথম উমনপুর আইটি উপদেষ্টা কমিটি গঠন করা হয়। আইটি উপদেষ্টা মণ্ডলীগণ হলেন – মোঃ আব্দুল মোমেন, মোঃ মইনুল হোসেইন, মোঃ জালাল উদ্দিন, উসমান আলী, মোঃ মন্তাজ আলী, মোঃ সেলিম আহমদ, মোঃ খয়রুল ইসলাম, ফারুক আহমদ, মোঃ আহমেদ রহমান ও খালেদ আহমদ। এছাড়া উমনপুর আইটি পরিচালনা করার জন্যে আইটি পরিচালনা কমিটিও গঠন করা হয়। উপদেষ্টা, পরিচালনা ও গ্রামবাসীর মাধ্যমে উমনপুর গ্রামের অফিসিয়াল ওয়েব অ্যাপ্লিকেশন সফটওয়্যারের আনুষ্টানিক ভাবে শুভযাত্রা হয় ২০২১ খ্রিষ্টাব্দ। আইটি বিষয়ে অভিজ্ঞ তরুণ সায়েম আহমদ তার মুখ্য ভূমিকায় উমনপুর আইটি পরিচালিত হচ্ছে।
গুগলে উমনপুরঃ উমনপুর গ্রামে গুগল ম্যাপে গ্রামের গুরুত্বপূর্ণ স্থান, স্থাপনা, রাস্তা, বাগান সহ যাবতীয় তথ্য সংযোক্ত করার সিদ্ধান্ত গৃহীত হইলে দেখাযায় যে ইতিপুর্বে মোঃ হেলাল উদ্দীন পিতাঃ মোঃ জহির উদ্দীন ও সায়েম আহমদ পিতাঃ মোঃ ইদ্রিস আলী গুগল ম্যাপে গ্রামের নাম, সীমানা, জামে মসজিদ, বাস স্টপ সহ গ্রামের রাস্তা, দোকান, মসজিদ, মাদ্রাসা, স্কুল, দুলভ বিল, ফিশারি, জলাশয়, পোল্ট্রি ফার্ম ও স্বাস্থ্য কমপ্লেক্স এর মত উল্ল্যেখিত বিষয়গুলি সংযুক্ত করে রেখেছেন। এছাড়াও গুগল ইমেইল একাউন্ট এবং ভিডিও প্লাটফর্মের জন্যে ইউটিউবে এর জাত্রা শুরু হয়।
ওয়েবসাইটে উমনপুরঃ উপদেষ্টা কমিটির পরামর্শমত উমনপুর গ্রামের পরিপূর্ণ ওয়েবসাইট তৈরী করার জন্যে সায়েম আহমদ পিতাঃ ইদ্রিস আলী ওয়েবসাইটের ১ম ভার্সন ২০২১ইং, দ্বিতীয় ভার্সন ২০২২ইং ও তৃতীয় ভার্সন ২০২৩ইং নির্মাণ করেন। সকলের পরামর্শ মোতাবেক ওয়েবসাইটের অগ্রগতি অব্যাহত থাকবে।
ফেইসবুকে উমনপুরঃ বর্তমান সময়ে অন্যতম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে উমনপুর গ্রামের ফেইসবুক গ্রুপ, ফেইসবুক পেইজ, উমনপুর একাদশ ক্রীড়া সংস্থ্যা পেইজ, উমনপুর একাদশ ক্রীড়া সংস্থ্যা গ্রুপ, উমনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পেইজ, মাহমুদিয়া মাযহারুল উলুম উমনপুর মাদ্রাসা পেইজ, ও চিকনাগুল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র পেইজ, নামে তৈরী করে প্রচারণা ও গ্রামের স্তির চিত্র ও ভিডিও চিত্রের মাধ্যমে উমনপুর গ্রামকে প্রদর্শন করা হচ্ছে।
উপদেষ্টা মন্দলীঃ ২০২১ইং সালে ১০জন সদস্য নিয়ে উমনপুর আইটি উপদেষ্টা কমিটি গঠিত হয়। উপদেষ্টা মণ্ডলীগণ হলেন – মোঃ আব্দুল মোমেন, মোঃ মইনুল হোসেইন, মোঃ জালাল উদ্দিন, উসমান আলী, মোঃ মন্তাজ আলী, মোঃ সেলিম আহমদ, মোঃ খয়রুল ইসলাম, ফারুক আহমদ, মোঃ আহমেদ রহমান, খালেদ আহমদ।
উমনপুর আইটি পরিচালনা প্রিষদঃ সর্বপ্রথম ২০২১ইং সনে ১৪জন সদস্য নিয়ে উমনপুর আইটি পরিচালনা কমিটি গঠিত হয়। তাদের নাম দেওয়া হল – মোঃ আনোয়ার মাসুম, তাহির আলী আনসারী, সায়েম আহমদ, মাওলানা আব্দুর রহিম, আফজল আহমদ, নাসির আহমদ, নেওয়াজুর রাহমান, কবির আহমদ, আশিক আহমদ, জাহেদ আহমদ, জামান আহমদ, মন্তাজ আহমদ, মুক্তার আহমদ ও আক্তারুজ্জামান আশরাফ। পরিচালনা কমিটিতে কিছু আভ্যন্তরীণ সমস্যার কারণে পূর্বে ঘোষিত ২০২১ইং সনের পরিচালনা কমিটির কার্যক্রম ২০২২ইং সনে স্থগিত রাখা হয়। স্থগিতের পর থেকে সায়েম আহমদ সকল উপদেষ্টাকে নিয়ে উমনপুর আইটি পরিচালনায় প্রধান ভূমিকার পালন করেন। পরবর্তিতে ২০২৪ইং সনে এসে প্রধান কোষাধক্ষ্য কায়েছুল ইসলাম ও সহকারী দুইজন নেওয়াজুর রহমান ও শাদমান শাকিব এই তিনজনকে কোশাধক্ষ্য পদে যুক্ত করা হয়। ২০২৫ইং সনে এসে পুনরায় উমনপুর আইটি পরিচালনা পরিষদ পুনর্গঠন প্রক্রিয়া অব্যাহত আছে।
সফটওয়্যার ভার্শনঃ উমনপুর আইটি প্রতিষ্ঠার পর থেকে তিনটি ধাপে প্রথম ভার্সন ২০২১ইং, দ্বিতীয় ভার্সন ২০২২ইং, এবং তৃতীয় ভার্শন ২০২৩ইং সর্বমোট তিনটি ওয়েব অ্যাপ্লিকেশন সফটওয়্যার ভার্সন প্রাকাশীত হয়।
ওয়েবসাইট একটি গ্রামের/ আঞ্চলের চলমান প্রতিশ্চবি এটি গ্রাম তথা অঞ্চলের পরিকল্পনা, বাস্তবায়ন ও উন্নয়নের মুখ্যভূমিকা পালন করে।