উমনপুর প্রবাসী গ্রুপ এর পক্ষ থেকে মৃত মোস্তফা মিস্ত্রির পরিবারকে জমির দলিল হস্তান্তর।
উমনপুর প্রবাসী গ্রুপের পক্ষ থেকে মৃত মোস্তফা মিস্ত্রির পরিবারকে ৪ শতক জমির দলিল হস্তান্তর করা হয়েছে। এছাড়া, একজন প্রবাসী সম্পূর্ণ বসতঘর তৈরী এবং আরেকজন টিউবওয়েল স্থাপনের প্রতিশ্রুতি দিয়েছেন। এছাড়া গ্রামের যুবকদের উদ্যোগে তার পরিবারকে একটি টমটম গাড়ি কিনে দেওয়ার অঙ্গিকার করেছেন।
উপস্থিত ব্যক্তিবর্গ:
-
উমনপুর গ্রামের মুরুব্বি জনাব মো. মইনুল হোসেন
-
ফারুক আহমদ
-
আলী আহমদ
-
লালই মিয়া
-
যুক্তরাজ্য প্রবাসী জনাব জিল্লুর রহমান
-
কামাল আহমদ
-
কায়েছুল ইসলাম
-
জুবের আহমদ
-
আব্দুল করিম
-
আশিক আহমদ
উল্লেখ্য, উমনপুর প্রবাসী গ্রুপ স্থানীয় জনগণের কল্যাণে বিভিন্ন সহায়তা প্রদান করে আসছে,