উমনপুর অফিসিয়াল ওয়েবসাইটের তৃতীয় বর্ষপুর্তি
বাংলাদেশের মধ্যে সর্বপ্রথম একটি ডিজিটাল গ্রামই হচ্ছে উমনপুর গ্রাম। তৃতীয় ভার্সন ওয়েব অ্যাপ্লিকেশন সফটওয়্যারের যাত্রা শুরু হয় ১৪ ফেব্রুয়ারী ২০২৩ইং সালে।
তৃতীয় ভার্সন ২০২৩ ওয়েব অ্যাপ্লিকেশন সফটওয়্যার বিগত প্রথম ও দ্বিতীয় ভার্সন ওয়েব অ্যাপ্লিকেশন সফটওয়্যার থেকে সম্পুর্ন আলাদা ইউনিক চমৎকার ফিচার যুক্ত করা হয়। ফিচার সমুহ হচ্ছে - লগইন সিস্টেম, পাসওয়ার্ড রিকভারি সিস্টেম, ইউজার ম্যানেজমেন্ট সিস্টেম, এনাইডি সিস্টেম, পেমেন্ট সিস্টেম, দুটি সম্পুর্ণ আলাদা ডোনেশন সিস্টেম ও দাতাগণের তালিকা, পরিসংখ্যান, কন্টাক্ট ফর্ম, ক্যাটাগরি ম্যানেজ ও ক্যাটাগরি ভিত্তিক পোস্ট , গুরুত্বপুর্ণ কুইক লিংক, সহ বছর ভিত্তিক ফটো-গ্যালারী ভিডিও-গ্যালারী সিস্টেম অন্তর্ভুক্ত করা হয়।
তৃতীয় ভার্সন অতরাইজেশনে ২০২২ইং সনের ১০ জন সদস্য বিশিষ্ট আইটি উপদেষ্টা মণ্ডলীগণের উল্ল্যেখযোগ্য ভূমিকায় রিলিজ হয়।
উমনপুর গ্রামের ওয়েব অ্যাপ্লিকেশন সফটওয়্যারটি গ্রামের উন্নয়ন, তথ্য প্রচার এবং ডিজিটাল সেবার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।