জামে মসজিদের ওয়াশ ব্লক এর ব্যবহার শুরু।
উমনপুর জামে মসজিদে অত্যাধুনিক ও চমৎকারভাবে নির্মিত নতুন ওয়াশ ব্লকের ব্যবহার শুরু হয়েছে। এই ওয়াশ ব্লকের দুতলায় জৈন্তাপুর উপজেলার মধ্যে সর্বপ্রথম একটি আধুনিক মহিলাদের নামাজের স্থান রয়েছে। এছাড়াও, ওয়াশ ব্লকের বিপরীত পাশে ইমাম সাহেবের কক্ষ রয়েছে।