দেশের প্রতিটি মসজিদে একই সময়ে জুম্মার নামাজ আদায়ের নির্দেশ ধর্ম বিষয়ক মন্ত্রণালয়
সারাদেশে সকল মসজিদে একই সময় জুমআর নামাজ আদায় প্রসঙ্গে
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
জুমআর দিন সপ্তাহের শ্রেষ্ঠ ও বরকতময় দিন। মহান আল্লাহ বলেছেন, “হে বিশ্বাসীগণ! জুমআর দিন যখন নামাজের জন্য ডাকা হয়, তখন তোমরা আল্লাহর স্মরণের দিকে ধাবিত হও এবং বেচা-কেনা বর্জন কর। এটাই তোমাদের জন্য অতি উত্তম; যদি তোমরা জানতে।” (সূরা জুমা, আয়াত: ৯)। জুমআর পারস্পরিক দেখা-সাক্ষাৎ ও আলোচনার দিন। এ দিনে বিশেষ মর্যাদা ও তাৎপর্যপূর্ণ হওয়ার কারণে এর বিশেষ সময়ে বরকত ও কল্যাণ রয়েছে।
বাংলাদেশে বিভিন্ন মসজিদে বিভিন্ন সময়ে জুমআর নামাজ অনুষ্ঠিত হতে দেখা যায়। কোনো মসজিদে দুপুর ১:৩০ টায়, কোনো মসজিদে ১:৪৫ টায়, আবার কোনো মসজিদে দুপুর ২:০০ টায় জুমআর নামাজ অনুষ্ঠিত হয়। সময়ের তারতম্যের কারণে ধর্মপ্রাণ মুসল্লিগণ বিশেষ করে পথচারী (সফররত মুসল্লীগণ) বিভিন্ন ও সমস্যার সম্মুখীন হন। এ সমস্যা দূরীকরণের স্বার্থে সারাদেশে সকল মসজিদের মুসল্লিগণের একই সময়ে দুপুর ১:৩০ টায় জুমআর নামাজ আদায় করার জন্য ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে আহ্বান জানানো যাচ্ছে।
এমতাবস্থায়, বীর মুক্তিযোদ্ধা/ইসলামী ব্যক্তিত্ব কর্তৃক প্রতিষ্ঠিত মসজিদসহ সকল মসজিদে অভিন্ন সময় দুপুর ১:৩০ টায় জুমআর নামাজ আদায় করার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
আ.ব.ম. রিয়াজুল হাসান
মহাপরিচালক (সিনিয়র জেলা ও দায়রা জজ, ঢাকা)
ফোন: ০২-২২২২১৮২৫৯
মোঃ মহিউদ্দিন মজুমদার
পরিচালক
ফোন: ০২-২২২২১৮২৮১
নোটিশ রেফারেন্স দেখতে এইখানে ক্লিক করুন