জামিয়া মাহমুদুল উলুম উমনপুর মাদরাসার ১৮তম বার্ষিক ওয়াজ মাহফিল ও শিশু শিক্ষা প্রদর্শনী ২০২৫

সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়নে অবস্থিত উমনপুর গ্রামের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া মাহমুদিয়া মাযহারুল উলূম উমনপুর মাদ্রাসা। দ্বীনি শিক্ষা ও জ্ঞান প্রসারের ধারাবাহিকতার অংশ হিসেবে, মাদ্রাসার উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবারও আয়োজিত হতে যাচ্ছে  ১৮তম বার্ষিক ওয়াজ মাহফিল ও শিশু শিক্ষা প্রদর্শনী ২০২৫।

ইসলামের সুমহান আদর্শ, নবীজির আদর্শ এবং পবিত্র কুরআনের বাণীর মাধ্যমে নিজেদের জীবনকে আলোকিত করার এই বরকতময় আয়োজনে ধর্মপ্রাণ সকল মুসলমানকে সবান্ধব আমন্ত্রণ জানানো হচ্ছে।

অনুষ্ঠানের সময়সূচী ও স্থান

তারিখ: ২৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিষ্টাব্দ।

দিন: রোজ সোমবার।

সময়: দুপুর ১২ ঘটিকা হইতে শুরু হয়ে পরদিন ফজর পর্যন্ত।

স্থান: উমনপুর মাদ্রাসা মাঠ, চিকনাগুল, জৈন্তাপুর, সিলেট।


মাহফিলে বয়ান পেশ করবেন (ওয়াজ ফরমাইবেন)

দেশের প্রখ্যাত উলামায়ে কেরাম ও মাশায়েখগণ মাহফিলে তাশরিফ আনবেন, তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন:

- হযরত মাওলানা আশরাফ আলী সাহেব, শায়খুল হাদীস, হরষপুর মাদ্রাসা।

- হযরত মাওলানা ক্বারী আব্দুল মুমিন সাহেব (সুনামগঞ্জী)

- হযরত মাওলানা আহমদ আলী সাহেব, শায়খুল হাদীস, কাজির বাজার মাদ্রাসা।

- হযরত মাওলানা শায়খ আব্দুল কাদির সাহেব, শায়খুল হাদীস, হরিপুর বাজার মাদ্রাসা।

- হযরত মাওলানা শায়খ হিলাল আহমদ সাহেব, মুহতামিম, হরিপুর বাজার মাদ্রাসা।

- হযরত মাওলানা মুফতি জিল্লুর রহমান ক্বাসিমী সাহেব, মুহতামিম, দারুল উলূম হেমু মাদ্রাসা।

- হযরত মাওলানা তজম্মুল আমিন সাহেব, শিক্ষা-সচিব, সোবহানীঘাট মাদ্রাসা।

- হযরত মাওলানা ক্বারী তাইয়্যিবুর রহমান সাহেব, মুহাদ্দিস, লাফনাউট মাদ্রাসা।


সভাপতিত্ব করবেন 

হযরত মাওলানা আনোয়ারুল হক সাহেব,
হযরত মাওলানা ক্বারী মুহাম্মদ আব্দুর রউফ সাহেব, 
হযরত মাওলানা ফোরকান আলী ক্বাসিমী সাহেব এবং
হাফিজ মাওলানা ক্বারী মোহাম্মদ আলী সাহেব।

 

বিশেষ আকর্ষণ

  • শিশু শিক্ষা প্রদর্শনী-২০২৫: ছোট সোনামণিদের দ্বীনি শিক্ষার চমৎকার ও হৃদয়স্পর্শী উপস্থাপনা।
  • এছাড়াও দেশবরেণ্য আরও অনেক উলামায়ে কেরাম মাহফিলে নসিহত পেশ করবেন।

 

বিনীত আরজ: এই দ্বীনি মাহফিলকে সফল ও সার্থক করতে আপনাদের উপস্থিতি, আন্তরিক দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করছি। আল্লাহ তায়ালা আমাদের সকলকে কবুল করুন।

 

সার্বিক তত্ত্বাবধানে

মাওলানা মো. তাজ উদ্দীন
মুহতামিম, উমনপুর মাদ্রাসা।
মোবাইল: ০১৭১৪-৯৫৮৬৪৫।